Search
Close this search box.

ত্বকের ক্লান্তি দূর করুন অ্যালোভেরা দিয়ে

একটানা সাজগোজ আর মেকআপে ক্লান্ত থাকে ত্বক। তাই ত্বকের ক্লান্তি দূর করা দরকার।

আর সেই লক্ষ্যে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে অ্যালোভেরা বা ঘৃতকুমারী।

রূপচর্চার জগতে বেশ কয়েকবছর ধরেই জনপ্রিয়তার শিখরে রয়েছে অ্যালো ভেরা এবং সে জনপ্রিয়তা কমার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

বরং অ্যালোভেরা সহজলভ্য আর একাধিক ত্বকের সমস্যা সমাধান করতে পারে বলে তার চাহিদা ক্রমশই বাড়ছে।

নিয়মিত অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করলে ত্বকের বিবর্ণভাব, পিগমেন্টেশন, শুকনোভাব, ব্রণর মতো অনেক সাধারণ সমস্যা এড়িয়ে চলতে পারবেন।

কীভাবে পাবেন অ্যালোভেরা জেল?

এমনিতে যে কোনও কসমেটিক্সের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের কৌটোবন্দী অ্যালোভেরা জেল পাওয়া যায়।

অথবা অনলাইন থেকেও অর্ডার করতে পারেন।

আর প্রিজার্ভেটিভ দেওয়া অ্যালোভেরা ব্যবহার করতে না চাইলে অ্যালো ভেরা পাতা কেটে বের করে নিন টাটকা জেল।

বাড়িতে একটু ফাঁকা জমি থাকলে বা না থাকলে টবেও তৈরি করতে পারেন অ্যালোভেরা গাছ।

একটা পাতা লম্বালম্বিভাবে কেটে ভিতরের জেলির মতো অংশটা চামচ দিয়ে বের করে নিন।

এবার ব্যবহার করুন।

তৈলাক্ত/ মিশ্র ধরনের ত্বকের জন্য

যাদের ত্বক তেলতেলে ও প্রায়ই ব্রণ ওঠে, তারা অ্যালো ভেরাজেল ব্যবহার করতে পারেন।

অ্যালো ভেরা ত্বক থেকে বাড়তি তেল শুষে নিয়ে মুখ ব্রণ মুক্ত রাখে।

বাটিতে খানিকটা টাটকা অ্যালোভেরা জেল নিয়ে তাতে ১০/১২ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন।

এবার ভালো করে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন।

মুখে মেখে সারা রাত ওভাবেই রেখে দিন, সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।

সপ্তাহে দু’ দিন ব্যবহার করবেন।

শুষ্ক ত্বকের জন্য

শুষ্ক আর অনুজ্জ্বল ত্বককে মোলায়েম আর তরতাজা করার জন্য ফেস মাস্ক বানান অ্যালো ভেরা জেল, মধু আর শসা দিয়ে।

এই তিনটি উপাদানই হাইড্রেটিং এজেন্ট যা আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে পারে।

একটা শসা ব্লেন্ড করে নিয়ে তাতে এক টেবিলচামচ মধু আর এক টেবিলচামচ অ্যালো ভেরা জেল মেশান।

এবার তিনটি উপাদান খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।

স্বাভাবিক/সংবেদনশীল ত্বকের জন্য

অ্যালো ভেরা জেল আর পাকা কলা, দুটিই ত্বক আর্দ্র আর কোমল করে তুলতে দারুণ কাজের।

এটি সব ধরনের ত্বকেই কাজ করে, বিশেষ করে স্বাভাবিক ত্বকে আর সংবেদনশীল ত্বকে।

একটা পাকা কলা ভালোভাবে চটকে নিন, তাতে ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল আর কয়েক ফোঁটা গোলাপজল যোগ করুন।

ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি মুখে মাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।