Search
Close this search box.

উজ্জ্বল ত্বকের জন্যে হলুদের ব্যবহার

হলুদের ব্যবহার শুষ্ক, সাধারণ, তৈলাক্ত ত্বকভেদে ভিন্ন হয়ে থাকে।

তৈলাক্ত ত্বকের জন্য হলুদের সঙ্গে কাঁচা দুধ, বেসন/আটা/ময়দা, মধু, লেবু ব্যবহার করতে পারেন।

ত্বক শুষ্ক হলে অবশ্যই মধুর বদলে টক দই ব্যবহার করুন।

ত্বক যে ধরনেরই হোক না কেন, হলুদ ব্যবহারের পরপরই রোদে বের না হওয়াই ভালো।

এতে ত্বক জ্বলে যেতে পারে। তাই ত্বকে হলুদের ব্যবহারের জন্য রাতের সময়টিকেই বেছে নিন।

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্যে কাঁচা হলুদের কয়েকটি ব্যবহার-

তৈলাক্তভাব দূর করতে হলুদ

যে কোনো ত্বকের জন্য প্রাকৃতিক স্ক্রাব তৈরি করতে হলুদ ও ময়দা মিশিয়ে নিতে পারেন।

এটি ত্বক থেকে অতিরিক্ত তেল কমিয়ে ত্বককে করে তুলবে বেশ সংবেদনশীল।

উজ্জ্বল ও কোমল ত্বক পেতে হলুদ ও ময়দার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

হলুদ ও দুধ

হলুদ ও দুধের মিশ্রণ ত্বকের ক্ষতি করে এমন উপাদানের বিরুদ্ধে কাজ করে ত্বককে সুস্থ রাখে।

কাঁচাদুধের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে মুখ ও গলায় লাগাতে হবে।

শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলুদের গুঁড়া ও লেবু

লেবুর রসে আছে ব্লিচিং উপাদান এবং হলুদে আছে ত্বক উজ্জ্বল করার উপাদান।

তাই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হলুদের গুঁড়া ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ব্যবহার করুন।

ব্রণ দূর করতে হলুদ

হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা ব্রণ দূর করতে ভালো কাজ করে।

ত্বকের নির্জীবতা দূর করতে সাহায্য করে।

কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়া, লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।