Search
Close this search box.

শীতকালে মেকআপের বিশেষ পরামর্শ

অনেকেই ভেবে থাকেন শীতকাল মানেই মেকআপের দফারফা। শীতে পরিবর্তন হয় পোশাকের।

আর পোশাকের সঙ্গে মানানসই মেকআপ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই শীতে মেকআপ করতে কিছুটা বিরক্ত হন!

কোল্ড ক্রিম মাখব নাকি মেকাপ করবো ! এই কনফিউশন তো থাকেই। তবে শীতটা কিন্তু মেকআপ করার খুব ভালো সময়।

মেকআপ গলে যাবার কোন সম্ভাবনা নেই। ইচ্ছে মতো মেকআপ করুন। তবে স্কিন যাতে শুকনো না লাগে, তার জন্য কিছু নিয়ম মেনে মেকআপ করলেই কেল্লা ফতে !

আপনার ত্বককে প্রস্তুত করুন

মেকআপ করলে যাতে ত্বক শুকনো বা ফাটা ফাটা না লাগে তার জন্য প্রস্তুতি নিন।

এর জন্য রোজ ক্লিনজিং-টোনিং-ময়েশ্চারাইজিং এই তিনটি ধাপ মেনে চলুন। অর্থাৎ প্রথমে স্কিনকে পরিষ্কার করে তারপর টোনার,আর তারপর ময়েশ্চারাইজার লাগান।

রোজ ময়েশ্চারাইজার অবশ্যই মাখবেন। তাহলে ত্বক শুকিয়ে যাবার সম্ভাবনা থাকবে না।

ফাউন্ডেশন

মেকআপ এর প্রথম ধাপ হলো ফাউন্ডেশন। সবার আগে মুখে ভালো করে প্রাইমার লাগিয়ে নিন।

প্রাইমার না লাগিয়ে ফাউন্ডেশন লাগালে তা আপনার ত্বককে খুব তাড়াতাড়ি ড্রাই করে দেয়।

তবে শীতে ম্যাট ফাউন্ডেশনের বদলে, একটু গ্লসি ফিনিশ ফাউন্ডেশনই ভালো। এতে স্কিন অনেক বেশি গ্লোয়িং লাগবে।

কমপ্যাক্ট

শীতে কমপ্যাক্ট লাগালে মুখ শুকিয়ে যাবার চিন্তায়, কমপ্যাক্ট লাগাবেন কিনা সেই নিয়ে কি আপনি কনফিউজড?

আবার কমপ্যাক্ট না লাগালেও ফিনিশিং টাচটা বাকি থেকে যায় ! শীতে একটু ভারী, ক্রিমি কমপ্যাক্ট ব্যবহার করুন।

অয়েল কন্টেন্ট যেন বেশি থাকে। এতে ত্বক শুকোবে না। আর তারপর লাগান ব্লাশন। এটা শীতের ফ্যাকাসে মুখকে গ্লোয়িং করে তুলবে।

ব্রাইট টোন এর স্কিন হলে পিঙ্ক, গোল্ডেন বা যেকোনো কোরাল শেড ব্যবহার করুন। আর একটু ডার্ক টোন হলে, পীচ বা যেকোনো ব্রোঞ্জ শেড ব্যবহার করুন।

আই মেকাপ

শীতে চোখকে ইচ্ছা মত সাজাতেই পারেন। আই মেকাপ গলে যাবার কোন চিন্তা নেই। ইচ্ছা মত মোটা করে লাইনার কাজল আর মাস্কারা চলতেই পারে। 

আই শ্যাডো একটু ডার্ক রঙ খারাপ লাগবে না। রাতে চকোলেট, কপার, বারগেন্ডি, নীল, গোল্ডেন, শিমারি আই শ্যাডো বেশ মানাবে।

রাতের পার্টির জন্য স্মোকি আই লুকও দারুণ লাগবে। পাউডার বেস আই শ্যাডোর বদলে, শীতে একটু ক্রিমি আই শ্যাডো লাগান, ভালো লাগবে।

লাইনার একটু গ্লসি বা কেক লাইনার লাগান। আই মেকাপ লাগানোর আগে ক্রিম বেইজ কন্সিলার লাগিয়ে নিতে পারেন।

এতে চোখের নীচে কালো ভাব চলে যাবে। চোখের চারপাশ শুকিয়ে যাবে না।

ঠোঁট

সব তো হলো। কিন্তু ঠোঁট? শীতকালে ফাটা ঠোঁটে লিপস্টিক একদমই মানায় না। এ সমস্যা অনেকেরই!

এর জন্য লিপস্টিক লাগানোর আগে লাগিয়ে নিন লিপবাম। এছাড়াও শীতের জন্য গ্লসি লিপস্টিক একদম পারফেক্ট।

আর যদি ম্যাট এফেক্ট খুবই পছন্দ হয় তাহলে, ক্রিমি ম্যাট লাগাবেন। আর বাড়িতে লিপবাম নিয়ম করে লাগাবেন। এতে ঠোঁটও নরম থাকবে।

তাহলে এখন একদম টেনশন ফ্রি হয়ে নিজেকে সাজান। তবে শীতে যতটা সম্ভব পাউডার বেস মেকাপের বদলে, ক্রিম বেস মেকাপের ব্যবহার করবেন।

এতে মেকআপ করার পর মুখ শুকনো কালো লাগবে না। আর শুধু মুখ নয়, হাত-পায়েও ময়েশ্চারাইজার লাগাবেন। দেখবেন ত্বকও টানটান থাকবে আর মেকাপও জমিয়ে হবে!