Search
Close this search box.

নারী, দি—বস!

যে অভিযানে অ্যাপোলো-টু’তে চাঁদে পাড়ি জমিয়েছিলো মানবসভ্যতা, সেই হিসেবটা কষেছিলেন যিনি, তার নাম ক্যাথরিন জনসন।

ডিএনএ আবিষ্কারের মাধ্যমে প্রাণের যে রহস্য উন্মোচিত হয়েছে, সেই পথটা সহজ করে দিয়েছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর যে প্রতিষেধকটি বানিয়েছে অক্সফোর্ড, সেখানে নেতৃত্ব দিয়েছেন সারাহ ক্যাথরিন গিলবার্ট। এরা সবাই নারী।

‘মাইয়া মানুষের এসব কেন করা দরকার’—এই ভাইরাসটির ভ্যাকসিনের জন্য আমরা বেশ আশাবাদী। হয়তো মানব বৈষম্যের ভ্যাকসিনটিও চলে আসবে কোনও না কোনও নারীর হাত ধরেই।

বিশ্বব্যাপী নারীদের প্রতি হওয়া বৈষম্য, নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদ, তাঁদের কাজের প্রশংসা এবং তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।

তাই আজকের দিনটিকে অবহেলা করার অবকাশ নেই। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে #ChooseToChallange

পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে থাকা ওয়ান্ডার উইমেনদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে Glamozen.

একটি সুস্থ্য পৃথিবীর লক্ষ্যে, রইলো নারী দিবসের শুভেচ্ছা।